রাজশাহী সংবাদাতা: রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় মিলনায়তনে বৃহস্পতিবার (১৯ এপ্রিল) ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্পের পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব বিভিন্ন স্টেকহোল্ডারদেরকে নিয়ে এই কর্মশালার আয়োজন করে। দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ক্যাব রাজশাহীর পবা উপজেলায় এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। সকালে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ডা. শেখ আজিজুর রহমান কর্মশালাটি উদ্বোধন করেন।
ক্যাবের রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের সহকারী উপ-পরিচালক ডা. মো. হুমায়ুন কবীর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ, ক্যাবের প্রকল্প সমন্বয়কারী মো. মোস্তফা কামাল, পবা কনজুমারস কমিটির সভাপতি কাজী নাজমুল ইসলাম, উপদেষ্টা সদস্য অধ্যক্ষ আশরাফ আলী দেওয়ান, মুক্তিযোদ্ধা এস.এম কামরুজ্জামান, সাংবাদিক স.ম সাজু, দুস্থ মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক রহিমা খাতুন, খামারী মো. মজিবুর রহমান, গৃহিনী রত্না খাতুন, শিক্ষার্থী আফসানা মিমি, শারমিন আক্তার সোমা প্রমূখ। কর্মশালায় উপস্থিত ৩৫ জন অংশগ্রহণকারী ৪ টি দলে বিভক্ত হয়ে প্রকল্পের দ্বিতীয় ধাপের পরিকল্পনা ও বাস্তবায়নের ধারণা প্রদান, সম্ভাব্য ঝুঁকি সমূহ ও উত্তোরণের উপায় সম্পর্কে আলোচনা ও তা বড় দলে উপস্থাপন করেন।