সোমবার , নভেম্বর ২৫ ২০২৪

পোলট্রিতে এন্টিবায়োটিকের ব্যবহার সীমীত করতে হবে- ওয়াপসা-বিবি’র সাধারণ সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক: শনিবার (৫ মে) রাজধানীর রাওয়া কনভেনশন হলে (WPSA-BB) ওয়ার্ল্ড পোলট্রি সায়েন্স এসোসিয়েশন -বাংলাদেশ শাখা’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এবারের সভায় সংগঠনের কার্যক্রমের পাশাপাশি পোলট্রি শিল্পের বর্তমান দুর্যোগময় পরিস্থিতি থেকে উত্তরণ, ভবিষ্যৎ করণীয়, জীব নিরাপত্তা কৌশল এবং এন্টিবায়োটিকের ব্যবহার কৌশল নিয়ে ব্যাপকভাবে আলোচনা হয়। সদস্যদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে উক্ত বিষয়গুলো উঠে আসে। এ সময় ওয়াপসা-বিবি’র বেশিরভাগ সদস্যই পোলট্রি শিল্পে এন্টিবায়োটিকের ব্যবহার সীমীত করার ব্যাপারে একমত হন।

সাধারণ সভায় বক্তব্য রাখছেন (বা থেকে)ওয়াপসা-বিবি সভাপতি জনাব শামসুল আরেফীন খালেদ, সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব হাসান এবং কোষাধ্যক্ষ ডা. এম আলী ইমাম।

পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে সকাল সাড়ে দশটায় এ সভা শুরু হয় এবং চলে মধ্যাহ্নভোজ পর্যন্তÍ। সভার শুরুতে ওয়াপসা-বিবি সভাপতি শামসুল আরেফীন খালেদ সংগঠনের আগত অতিথিদের স্বাগত ও শুভেচ্ছা জানান। এরপর ওয়াপসা -বিবি’র সাধারণ সম্পাদক মো. মাহাবুব হাসান বিগত এক বছরে ওয়াপসা কর্তৃক বিভিন্ন কর্মকা- এবং ভবিষ্যতে গৃহীত পদক্ষেপের বিস্তারিত বিবরণী আগত সদস্যদের সামনে তুলে ধরেন।

মো. মাহাবুব হাসান জানান, ওয়াপসা-বিবি’র পক্ষ তেকে প্রান্তিক খামারিদের জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে। তাদের জন্য ঢাকার বাইরে এ পর্যন্ত দুটো ট্রেনিং প্রোগ্রাম করা হয়েছে এবং এ ধারা অব্যাহত থাকবে। এছাড়াও কিছুদিনের মধ্যেই প্রাথমিকভাবে ময়মনসিংহ ও টাঙ্গাইলে দুটি মডেল ফার্ম করা হবে বলে জানান তিনি। এরপর ওয়াপসা-বিবি কোষাধ্যক্ষ ডা. এম আলী ইমাম বিগত এক বছরে সংগঠনের আয়-ব্যায় বিবরণী এবং আগামী এক বছরের জন্য বাজেট ঘোষণা করেন।

সভায় ওয়াপসা-বিবি সভাপতি শামসুল আরেফীন খালেদ বলেন, ওয়াপসা-বিবি’র সদস্যদের প্রথম পরিচয় হলো আমরা সবাই সদস্য। কে কোন আসনে অধিষ্ঠিত সেটি বড় বিষয় নয়, আমাদের সবাইকে পোলট্রি শিল্পের স্বার্থে কাজ করে যেতে হবে। তিনি বলেন, বিশ্বের অনেক বড় বড় দেশেও পোলট্রিতে এন্টিবায়োটিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে পারেনি। আমাদের মতো দেশে দ্রুতই এটিকে পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। আমাদের ধাপে ধাপে এগুতে হবে। আমাদেরকে কমিউনিটি বেইজ পোলট্রি ম্যানেজমেন্ট চিন্তা করতে হবে।

তিনি আরো বলেন, আমাদের আগে জানতে হবে ঠিক কোন কোন ক্ষেত্রে এন্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আমাদেরকে এটি সীমিত করার ব্যাপারে চিন্তা করতে হবে যাতে অপ্রয়োজনীয় ব্যবহার না হয়।

কুষ্টিয়ার ভেড়ামারার আদর্শ খামারি এবং বঙ্গবন্ধু কৃষিপদক-১৪২১ প্রাপ্ত মো. শাহীনুর রহমানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জনাব শামসুল আরেফীন খালেদ বলেন, সদস্যদের প্রশ্ন করার ধারাটি অব্যাহত রাখতে হবে। প্রশ্ন না করলে উত্তর বের হয়ে আসবেনা। আমাদের যার যেটুকু জ্ঞান আছে সেটুকু মানুষের মধ্যে শেয়ার করতে হবে। আবার শুধু জ্ঞান দিলেই হবেনা, এটিকে বাস্তবায়নও করতে হবে। দেশের পোলট্রি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই ওয়াপসা-বিবি। এ সময় তিনি ওয়াপসা-বিবিকে লিখিত আকারে আরো বেশি পরামর্শ দেয়ার আহ্বান জানান উপস্থিত সদস্যদের।

সাধারণ সভায় কুষ্টিয়ার ভেড়ামারার আদর্শ খামারি এবং বঙ্গবন্ধু কৃষিপদক-১৪২১ প্রাপ্ত মো. শাহীনুর রহমানকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠানটিতে সঞ্চালকের ভূমিকা পালন করেন ডা. বিপ্লব কুমার প্রামানিক।

This post has already been read 5534 times!

Check Also

ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পাবনা সংবাদদাতা: ডিমের মূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা …