শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

বশেমুরবিপ্রবি কৃষি প্লটে লবণ সহিষ্ণু বাদাম চাষে সাফল্যের হাতছানি

সাব্বির বিন আশ্রাফ (বশেমুরবিপ্রবি): বিনা উদ্ভাবিত উন্নত জাতের বাদাম চাষে সাফল্যের হাতছানি দিচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বশেমুরবিপ্রবির প্রায় এক একর কৃষি প্লটে উক্ত জাতের বাদাম চাষ হচ্ছে।

সরেজমিনে যেয়ে দেখা যায়, প্রায় প্রতিটি গাছে প্রায় ২৫-৩৫ টি বাদামের ফলন হয়েছে। দেশের উপকূলীয় এলাকার লবণ পানি যাতে সহ্য করতে পারে সেটি চিন্তা করেই জাতটি উদ্ভাবন করা হয়েছে। লবণাক্ত মাটি উপযোগী বাদামের এ জাতটির লবনাক্ততা সহ্য ক্ষমতা ৮ ডিএস/মি.। বশেমুরবিপ্রবির লবনাক্ত মাটিতে ১৫ জানুয়ারি-১৫ ফেব্রুয়ারিতে লাগানো হয়েছিল বীজ। দেখা গেছে ১২৫-১৪৫ দিনের মধ্যে বাদাম ফসল ফলনে পরিপক্ব হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ডীন ও ভাইস চ্যান্সেলর কৃষিবিদ ড. খোন্দকার নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে জমি প্রস্তুত, বীজ বপন, আগাছা নিধন ও বালাইনাশক পদ্ধতি অবলম্বনে বাদাম চাষে সাফল্যের সম্ভাবনা দেখা যাচ্ছে।

This post has already been read 3284 times!

Check Also

বারি ও সুপ্রিম সীড কোম্পানি লি: এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং সুপ্রিম সীড কোম্পানি লিমিটেড এর মধ্যে এক …