Friday , April 18 2025

বাকৃবিতে বিদায়ী ও নবনিযুক্ত ডীনদের সংবর্ধনা

বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে বুধবার (৮ আগস্ট) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স হলে বিদায়ী ডীন প্রফেসর মো. আব্দুল কুদ্দুছ এবং নবুনিযুক্ত ডীন প্রফেসর ড. মো. জহির উদ্দিন এর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলী আকবর

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবর বিদায়ী ও নবনিযুক্ত ডীনদের দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করেন।

সংবর্ধনা অনুষ্ঠান কমিটির সভাপতি প্রফেসর ড. মো. ফেরদৌস মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. জসিমউদ্দিন খান।

প্রফেসর ড. মো. আবদুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

This post has already been read 4581 times!

Check Also

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষ হিসেবে-দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের …