মাহফুজুর রহমান (চাঁদপুর): বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আন্দোলন চাঁদপুরের উদ্যোগে পবিত্র ঈদ-উল-আযহার পশু কোরবানির পর বর্জ্য অপসারণ ও পরিস্কার পরিচ্ছন্নতার আহবান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়। “বর্জ্য যার -ব্যবস্থাপণা তার” এই শ্লোগানকে সামনে রেখে ব্যাপক গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গোটা শহরবাসীর মাঝে প্রেরণা মূলক প্রচার অভিযান চালানো হয়।
মঙ্গলবার (২১ আগস্ট) বিকালে শহরের বায়তুল আমিন মসজিদের মুসল্লিদের মাঝে লিফলেট বিতরনের মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম । পরে শহরের বিভিন্ন মার্কেট, রাস্তা সহ পাড়া মহল্লায় লিফলেট বিতরন করা হয়।
সচেতনতামূলক প্রচার অভিযানের আলোচনায় সভাপতিত্ব করেন, জেলা কমিটির সভাপতি ৮ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর নাসির চোকদার, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খানের পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মনোহর আলী।
বিশেষ অতিথি চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি প্রভাষক ড. শেখ মহসীন, ইউএনবির ডিস্টিক কো-অডিনেটর রাশেদ শাহরিয়ার পলাশ, পৌর কমিটির সভাপতি এড. বদরুল আলম চৌধুরী, জন্ম অষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, সাবেক কাউন্সিলর রেবেকা সুলতানা বকুল, পৌর কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলআমিন, চাঁদমুখ এর সাধারণ সম্পাদক এস. এম জাকির, জেলা সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, নুরুল কবির সুমন, নুরুল আলম চৌধুরী, বেলাল হোসাইন, ইমতিয়াজ রহমান পাভেল প্রমুখ।