ফকির শহিদুল ইসলাম (খুলনা): খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) ডিসিপ্লিনের উদ্যোগে ‘অপরচুনিটিস এন্ড চ্যালেঞ্জেস ইন এগ্রিকালচারাল বায়োটেকনোলজি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিজিই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আয়েশা আশরাফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জীব বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর এ কে ফজলুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিজিই ডিসিপ্লিনের প্রফেসর ড. শেখ জুলফিকার হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. রাখহরি সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজিই ডিসিপ্লিনের শিক্ষার্থী মো. তানজিমুল ইসলাম। এ সময় বিভিন্ন স্কুলের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, ডিসিপ্লিন প্রধান, শিক্ষক ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।