রাজশাহী সংবাদাতা: রাজশাহীর পবায় পোল্ট্রি সেক্টরে নিরাপদ খাদ্য সুশাসন নিশ্চিতকরণে ব্যবসা ব্যবস্থাপন (নিয়মনীতি) শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের বারনই সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বেগম খায়রুন্নেছা।
দাতা সংস্থা ইউকেএইড এর অর্থায়নে ও ব্রিটিশ কাউন্সিলের কারিগরি সহায়তায় ভোক্তা অধিকার বিষয়ক জাতীয় প্রতিষ্ঠান কনজুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব এর বাস্তবায়িত ইস্যু বেইজড্ প্রজেক্ট অন ফুড সেফটি গভার্নেন্স ইন পোল্ট্রি সেক্টর প্রকল্প এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বিশেষ বক্তা হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহমেদ, বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতা, ক্যাবের প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কনজুমারস কমিটির সভাপতি কাজী নাজমুল ইসলাম, রাজশাহী পোল্ট্রি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, বাংলাদেশ লাইভস্টক সোসাইটির সহ-সাধারণ সম্পাদক মুনতাসির রহমান শুভ প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় ২৫ জন অংশগ্রহণকারী ৩টি দলে ভাগ হয়ে পোল্ট্রি সেক্টরে নিরাপদ খাদ্য সুশাসন প্রতিষ্ঠা করতে ব্যবসা ব্যবস্থাপনায় সরকারী নিয়মনীতি, ঝুঁকি ও সমাধানের উপায় নির্ণয় করে তা দলভিত্তিক উপস্থাপনা করেন। কর্মশালাটি পরিচালনা করেন, প্রকল্পের মাঠ সমম্বয়কারী অমর ডি কস্টা ও মাঠ কর্মকর্তা মহিদুল হাসান প্রমুখ ।