শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

দেশের প্রতিটি মৎস্য খামারে বীজ উৎপাদন ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে

ফকির শহিদুল ইসলাম(খুলনা): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এম.পি) বলেন, দেশের প্রতিটি মৎস্য খামারে পর্যায়ক্রমে বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে, যেন মৎস্য পোনা আমদানিতে অন্যের সরনাপন্ন হতে না হয়। মাছ একটি পুষ্টিকর খাবারের পাশাপাশি ই্হা রপ্তানী করে প্রচুর বৈদেশিক মূদ্রা অর্জন করছে সরকার। এ সম্পর্কে আরও উত্তরন ঘটাতে পরিকল্পিতভাবে সকল জলাশয়ে মৎস্য চাষ করতে হবে। রবিবার (৭ অক্টোবর) সকালে ডুমুরিয়ায় মৎস্য খামারে মৎস্যবীজ উৎপাদন খামার, ডুমুরিয়া, খুলনা এর নুতন অফিস ভবন কাম প্রশিক্ষণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে মৎস্য খামারে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন, মৎস্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক রমজান আলী, উপ-পরিচালক রনজিত কুমার পাল ও আব্দুল ওয়াদুদ। সভায় ‍আরো বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম, তরিকুল ইসলাম, আব্দুল মান্নান, মিজানুর রহমান, আলাউদ্দিন প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রি। অপরদিকে ডুমুরিয়া মহাবিদ্যালয়ে আইসিটি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও দোয়া পরিচালনা শেষে মন্ত্রী বলেন, দেশের প্রতিটি নাগরিককে সু-শিক্ষায় শিক্ষিত করতে নিরলস ভাবে কাজ যাচ্ছে সরকার। স্থাপন করছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি একাডেমিক ভবন। সরকার আবারও ক্ষমতায় আসলে আধুনিক শিক্ষা অর্জনে সকল ব্যবস্থা গ্রহন করবে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম, প্রকৌশলী মো. নাফিজ আখতার, শেখ ফরহাদ হোসেন, গাজী গওহর, গাজী মো. রফি, মোশাররফ হোসেন কচি, খান আবু বক্কর, খান নজরুল ইসলাম, খান আনিসুজ্জামান, মোহিদুল ইসলাম, বিলাস মুখার্জী, অধ্যক্ষ ধ্যানেশ কুমার গোস্বামী অধ্যাপক রঞ্জন কুমার তরফদার, নুরুল ইসলাম খানসহ সকল শিক্ষকবৃন্দ।

This post has already been read 2651 times!

Check Also

যে জেলায় ইলিশ উৎপাদন হয়, ওই জেলার মানুষ গরিব হতে পারে না -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

ভোলা সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশের সম্পদ রক্ষায় সবাইকে একসাথে কাজ …