ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অত্র বিভাগের অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বুধবার (১০ অক্টোবর) নতুন চেয়ারম্যানকে বরণ করেন অত্র বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
তিনি ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১২ সালে দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান সফলতার সাথে কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে গত দুই বছর দায়িত্ব পালন করেছেন। মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য নতুন এই দায়িত্ব হস্তান্তর করা হয় অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে।