রবিবার , নভেম্বর ২৪ ২০২৪

বিরল প্রজাতির সুন্ধি কাছিম পদ্মা নদীতে অবমুক্ত

রাজশাহী সংবাদদাতা: বাংলাদেশ জীব বৈচিত্র সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) রাজশাহী জেলার সভাপতি ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ এর উপস্থিতিতে শাহকৃষি তথ্য পাঠাগার নওগাঁ হতে উদ্ধারকৃত কচ্ছপ বুধবার (১৭ অক্টোবর) রাজশাহী টি-বাধ সংলগ্ন পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। ড. আরিফ আশা করেন, এই প্রাণীটি পদ্মা নদীতে তার বংশ বিস্তারে সক্ষম হবে।

বিভাগীয় বন কর্মকর্তা মো. জিল্লুর রহমান, বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, শাহকৃষি তথ্য পাঠাগারের প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর শাহ, বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির, ফরেষ্টার মো. আসরাফুল, ফরেষ্টার দেবাশীষ, অনিক, রাফি, মোয়াজেমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

This post has already been read 3129 times!

Check Also

মাছকে আকর্ষণীয় করতে রেডি টু কুক গবেষণা আরো জোরদার করতে হবে -ফরিদা আখতার 

নিজস্ব প্রতিবেদক: নতুন প্রজন্মের কাছে মাছকে আকর্ষণীয় করার জন্য রেডি টু কুক মৎস্যপণ্য উৎপাদন  গবেষণা …