Friday , April 11 2025

পবিপ্রবি’র উদ্যানতত্ত্ব বিভাগের নতুন চেয়ারম্যানের যোগদান

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যানতত্ত্ব বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন অত্র বিভাগের ড. মোহাম্মদ আবদুল মালেক।তিনি ২০০৩ সালে বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৫ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মঙ্গলবার (২৩ অক্টোবর) নতুন চেয়ারম্যানকে বরণ করে নেন অত্র বিভাগের শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ড. মো. ফখরুল হাসান উদ্যানতত্ত্ব বিভাগের চেয়ারম্যান হিসেবে গত দুই বছর দায়িত্ব পালন করেছেন। মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য নতুন এই দায়িত্ব হস্তান্তর করা হয় ড. মোহাম্মদ আবদুল মালেককে।

This post has already been read 4285 times!

Check Also

অন্তর্বর্তীকালীন সরকারের কোন মূল্য থাকবে না, যদি শহীদ পরিবারের মূল্য না থাকে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও তাদের পরিবারকে দেশের সম্পদ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ …