বুধবার , ডিসেম্বর ৪ ২০২৪

কেআইবি নির্বাচন স্থগিত

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: কৃষিবিদ ইনস্টিটিউশন অব বাংলাদেশ (কেআইবি) নির্বাচন আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান (২৩ নভেম্বর) কৃষিবিদ মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২০১৯-২০২০ সন মেয়াদের জন্য উক্ত নির্বাচন আজ (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কৃষিবিদ ড. মো. আজিজুল ইসলাম গং বাদী হয়ে বৃহষ্পতিবার (২২ নভেম্বর) মামলার (নং দেওয়ানি মোকদ্দমা ৬৫১/২০১৮)  পরিপ্রেক্ষিতে ঢাকার ৪র্থ যুগ্ন জেলা জজ দেওয়ানী কার্যবিধি ৩৯ ধারা মোতাবেক অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

সালেহ-মোয়াজ্জেম ও ড. নীতিশ-প্রিন্স দুটি গ্রুপে এবারের নির্বাচন নিয়ে বেশ আগে থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। বৃহষ্পতিবার  (২২ নভেম্বর) কেআইবি’তে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা পর্যন্ত ঘটে।

এর আগে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) নামে একটি সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশন বরাবর উক্ত নির্বাচন পিছিয়ে দেয়ার অনুরোধ জানানো হয়। সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ আনোয়ারুন নবী মজুমদার স্বাক্ষরিত চিঠিতে আসন্ন জাতীয় নির্বাচনকে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়।

This post has already been read 3994 times!

Check Also

খামারীদের টাকা নিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার নয়-ছয়ের অভিযোগ!

মো. মাহফুজুর রহমান (চাঁদপুর সংবাদদাতা) : চাঁদপুরের মতলব দক্ষিণ ও উত্তরে ১৬০ জন খামারীর প্রত্যেকের …