শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

মৎস্য-অভয়াশ্রমকে লিজ না দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ

নেত্রকোনা সংবাদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু দেশের মৎস্য ও প্রাণিসম্পদের উন্নয়নের স্বার্থে কোনো অভয়াশ্রমকে লিজ না দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি হাঁসচাষ ও এর উৎপাদন বৃদ্ধির লক্ষে লিজকৃত জলাশয়ে হাঁসের অবাধ বিচরণসহ অভয়াশ্রমে তাদের চলাচলে লিজ মালিকরা যাতে বাধা দিতে না পারে, তা নিশ্চিত করতে জেলা প্রশাকদের প্রতি আহবান জানিয়েছেন

তিনি শুক্রবার (১৮ জানুয়ারি) নেত্রকোণা সার্কিট হাউসে জেলা পর্যায়ের মৎস্য ও প্রানিসম্পদ বিভাগের কর্মকর্তাদের এক সভায় এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত হয়ে কাজ করতে এবং প্রকল্প বাস্তবায়নের ধীরগতি পরিহার করতে আহবান জানান।

সভায় অন্যান্যের মধ্যে পৌর চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জেলা প্রশাসক মঈন উল ইসলাম, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, ময়মনসিংহ মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালকগণ বক্তৃতা করেন।

এর আগে তিনি প্রস্তাবিত নেত্রকোনা মেডিক্যাল কলেজের জমি পরিদর্শন করেন। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদ হোসেন তার সঙ্গে ছিলেন।

This post has already been read 2572 times!

Check Also

মহিষের উৎপাদন বাড়ানোর আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার

সাভার সংবাদদাতা: মহিষের উৎপাদন বাড়ানো আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, একসময় …