এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বাংলাদেশের পোলট্রি শিল্পের অন্যতম পুরোধা ব্যাক্তিত্ব মরহুম একরামুল হোসেন -এর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৯ সনের ৮ ফেব্রুয়ারি নিজের খামার বাড়ীতে তিনি খুন হন। দেশের আধুনিক পোলট্রি ব্রিডিং ফার্ম ও হ্যচারি মূলত তাঁর হাত দিয়েই শুরু হয়। তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশের গাজীপুর জেলার জয়দেবপুরে ১৯৬৪ সনে ‘এগ অ্যান্ড হেনস্’ নামে তিনিই সর্বপ্রথম পোলট্রি হ্যাচারি গড়ে তোলেন। বাংলাদেশের পোলট্রি শিল্পের গোড়াপত্তন মূলত তাঁর হাত দিয়েই শুরু হয়। পোলট্রি ফার্ম করার জন্য তিনি অনেক মানুষকে সহযোগিতা করেছেন এবং দেশের বেকারত্ব নিরসনে কার্যকর ভূমিকা পালন করেছেন।
দেশের পোলট্রি সেক্টরের কীর্তিমান এ মানুষটিকে এগ্রিনিউজ২৪.কম পরিবার গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছে।