সোমবার , নভেম্বর ২৫ ২০২৪

পটুয়াখালীতে কৃষি সচিবের সাথে কৃষি কর্মকর্তাদের মতবিনিময়

নাহিদ বিন রফিক (বরিশাল): চলমান বোরো মৌসুম উপলক্ষে কৃষি সচিবের সাথে কৃষি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা শনিবার (০২ মার্চ) পটুয়াখালীর খামারবাড়িস্থ ডিএই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক হৃদয়েশ্বর দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব মো. নাসিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিএই অতিরিক্ত পরিচালক মো. আরশেদ আলী।

সচিব বলেন, অতিরিক্ত ২০ লাখ মেট্রিক টন চালের উৎপাদন বাড়াতে হবে। আমাদের ১ লাখ হেক্টরেরও বেশি জমিতে স্থানীয় জাতের ধান চাষ হয়। এসব জমিতে উফশী জাতের ব্যবহার নিশ্চিত করতে পারলেই তা সম্ভব। কেননা, স্থানীয় জাতের উৎপাদন হেক্টরপ্রতি ১ দশমিক ৭ মেট্রিক টন, অথচ সমবৈশিষ্ট্যের ব্রি-ধান৭৬ এবং ব্রি-ধান৭৭’র গড় ফলন ৩ দশমিক ২ মেট্রিক টন। তিনি ভুট্টা এবং নিরাপদ সবজি উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (বিএআরআই) ড. মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) উপ-পরিচালক মো. আসাদুজ্জামান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, পৌর কমিশনার মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন পটুয়াখালী সদরের অতিরিক্ত কৃষি অফিসার মার্জিন আরা মুক্তা। মতবিনিময় সভায় জনপ্রতিনিধিসহ ডিএই, ব্রি, বিএডিসি, কৃষি তথ্য সার্ভিস, বিএআরআই, বিনা, বিএসআরআই এবং বারটানের ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 3579 times!

Check Also

নরওয়ের সাথে সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক: নরওয়ের সাথে বাংলাদেশের সরাসরি নৌযোগাযোগ স্থাপনের আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট …