তাজুল ইসলাম (সিকৃবি প্রতিনিধি): তিনটি অনুষদ নিয়ে হবিগঞ্জে চালু হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়। সোমবার (১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে অনুমোদন দেয়া হয় কৃষি বিশ্ববিদ্যালয়ের। এর আগে ২০১৪ সালে ২৯ নভেম্বর হবিগঞ্জ নিউফিল্ডের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সূত্র জানায়, এলাকাবাসীর পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট তিনটি বড় দাবি উপস্থাপন করেছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি। দাবিগুলো হলো, হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং শায়েস্তাগঞ্জকে উপজেলায় ঘোষণা। জনপ্রশাসন মন্ত্রী পরিষদ -এর অতিরিক্ত সচিব হামিদা বেগম বলেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০১৯ -এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে। যা আপাতত কৃষি, পশু ও মৎস্য বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু করবে। তবে ঠিক কবে থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে তার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।