নাহিদ বিন রফিক (বরিশাল): আউশের আবাদ বাড়াতে হবে। পাশাপাশি দরকার উচ্চমূল্যের ফসল চাষ। বাংলার কৃষক এখন অনেক সচেতন। আপনারা জানেন কোন ফসল চাষাবাদে বেশি লাভ। তাই ভালো বীজ, সুষম সার এবং সময়মতো পরিচর্যা নিলেই ঘরে আসবে কাংখিত ফলন। বুধবার (১০ এপ্রিল) পিরোজপুরের নাজিরপুরস্থ উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মাঝে আউশধানের বীজ এবং সার বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ.ম. রেজাউল করিম এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার রোজি আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা কৃষি অফিসার দিগ বিজয় হাজরা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার, শ্রীরামকাঠি ইউনিয়নের চেয়ারম্যান উত্তম কুমার মৈত্র প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণমান্য ব্যক্তিসহ ৬ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি খরিফ-১ মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে উপজেলার ৬ শত কৃষকের প্রত্যেককে ব্রি ধান২৬’র ৫ কেজি বীজ, সে সাথে ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে দেয়া হয়।