ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তধারা সাংস্কৃতিক সংঘের উদ্যোগে ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আলোক সজ্জায় ফোক ফেস্ট অনুষ্ঠিত হয়।
বিদেশী অপসংস্কৃতি থেকে মুক্তি ও নিজস্ব লোকজ সংস্কৃতি চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশপ্রেম ও মুক্তিযুদ্বের চেতনায় উদ্বুদ্ধ করতেই মুক্ত ধারা সাংস্কৃতিক সংগঠনের এ আয়োজন। উক্ত ফোক ফেস্টে গান পরিবেশন করেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাসহ আঞ্চলিক লোকজ শিল্পীবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও এলাকার স্থানীয় লোকজন। ফোক ফেস্টের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন, নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের সহকারী অধ্যাপক লিটন চন্দ্র সেন,সহকারী অধ্যাপক সুজন কান্তি মালি,কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের সহকারী অধ্যাপক নাঈমুর রহমান।