Thursday , April 10 2025

পবিপ্রবি’তে জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ইফরান আল রাফি (পবিপ্রবি প্রতিনিধি): পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় ও ইউনিসেফের সহযোগীতায় Beyond the Boundary এর আয়োজনে University Level Network Meeting with Youth on “Climate Justice” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কে তরুণদের সচেতন করতেই এ আয়োজন করা হয়। শুক্রবার (১৭ মে) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার রুমে এ কর্মশালা শুরু হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদ পারভেজ এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মুজাহিদ ইসলাম, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার মো. আব্দুল জলিল প্রমুখ ব্যক্তিবর্গ।মূল বক্তব্যে রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী আসিফ মঈনুর চৌধুরী।

উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক,স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক তরুণ।সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন Beyond the Boundary এর প্রতিষ্ঠাতা পবিপ্রবি শিক্ষার্থী মোহাম্মদ আল আমিন এবং ওয়াসিম আকরাম আকাশ।

This post has already been read 3633 times!

Check Also

পরিবেশ রক্ষায় অভিযান: ৬২৮ ইটভাটা বন্ধ, কোটি টাকার জরিমানা, হাজার কেজি পলিথিন জব্দ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারা দেশে পরিবেশ …