Friday , April 4 2025

২০২০ সনের সরকারি ছুটির অর্ধেকই পড়েছে সাপ্তাহিক ছুটির দিন!

ডেস্ক রিপোর্ট : ২০২০ সনের প্রস্তাবিত সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রীসভা।  সোমবার (২৮ অক্টোবর)  প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

এতে দেখা গেছে যে, ২০২০ পঞ্জিকা বর্ষের জন্য সরকার প্রস্তাবিত সাধারণ ছুটির অর্ধেকই পড়েছে সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার। আগামী বছর ১৪ দিন সাধারণ ছুটির পাশাপাশি আরও আট দিন সরকারের নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সাংবাদিকদের জানান, সাধারণ ছুটির ১৪ দিনের মধ্যে সাতটি সাপ্তাহিক ছুটি থাকছে। যার মধ্যে পাঁচটি শুক্রবার ও দু’টি শনিবার।

২২ দিনের এ সরকারি ছুটি ছাড়াও ঐচ্ছিকভাবে মুসলিম ও বৌদ্ধদের জন্য পাঁচ, হিন্দু ও খ্রিস্টানদের জন্য আট এবং পার্বত্য চট্টগ্রামের আধিবাসীদের জন্য দুই দিন ছুটি থাকবে বলে উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

This post has already been read 3845 times!

Check Also

ভোক্তার অধিকার আদায়ে সর্বস্তরে অসাধু ব্যবসায়ী ও ভেজালকারীদের সামাজিকভাবে প্রতিহত করার বিকল্প নাই

চট্টগ্রাম সংবাদদাতা: কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চকবাজার থানার উদ্যোগে “নিরাপদ ইফতারী ও রমজান করনীয়” …