শনিবার , নভেম্বর ২৩ ২০২৪

ওয়ার্ল্ড ভেটেরিনারি পোলট্রি এসোসিয়েশন-বাংলাদেশ শাখা’র পুনর্নির্বাচিত কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ওয়ার্ল্ড ভেটেরিনারি পোলট্রি এসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WVPA-BB) –এর আগের কমিটি পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সাধারণ সভার পর উপস্থিত সদস্যদের কণ্ঠ ভোটের মাধ্যমে পুরাতন কমিটিকে পুনর্নির্বাচিত করা হয়। বার্ষিক সাধারণ সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম। উন্মুক্ত আলোচনা এবং মতামতের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ সদস্যগণ পূর্বের কমিটিকে দুই বছরের জন্য বহাল রাখার ব্যাপারে একমত পোষণ করেন। উক্ত মতামতের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার এবং ডিএলএস’র সাবেক ডিজি ডা. আইনুল হক পুনর্নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন। নির্বাচন কমিশনে অন্য দুই সদস্য হিসেবে ছিলেন ডা. এম আলী ইমাম এবং ডা. মো. এ ছালেক।

WVPA-BB -এর ২১ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সহ-সভাপতি হিসেবে ডা. মো. এ ছালেক, ডা. মো. গিয়াসউদ্দিন, অধ্যাপক ডা. জালাল উদ্দিন সরদার; কোষাধ্যক্ষ হিসেবে অধ্যাপক ডা. মো. মাহবুব আলম, সাধারণ সম্পাদক হিসেবে ডা. বিশ্বজিৎ রায়, যুগ্ম সম্পাদক হিসেবে ডা. কেবিএম সাইফুল ইসলাম, ডা. সনজিৎ কুমার চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান  এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ডা. বিপ্লব কুমার প্রামাণিক পুনর্নির্বাচিত হন।

এছাড়াও সদস্যগণের পুনর্নির্বাচিত হয়েছেন ডা. মো. নুরুল আমিন, ডা. এম আলী ইমাম, অধ্যাপক ডা. মো. গোলাম হায়দার, ডা. একেএম খসরুজ্জামান, অধ্যাপক ডা. মো. খালেদ হোসেন, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডা. রিপন কুমার পাল, ডা. জামিল হোসেন, অধ্যাপক ডা. কেএইচএম নাজমুল হোসেন নাজির, ডা. রোকসানা পারভীন এবং ডা. মো. রাকিবুর রহমান।

সভায় উপস্থিত ভেটেরিনারিয়াগণ দেশের পোলট্রি সেক্টর এবং প্রান্তিক খামারিদের সাথে আরো নিবিড়ভাবে কাজ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেন।

This post has already been read 3326 times!

Check Also

ডিমের মূল্যের ঊর্দ্ধগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

পাবনা সংবাদদাতা: ডিমের মূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যস্বত্বভোগীরা বড় সমস্যা উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা …