র ই রনি (পাবনা) : কৃষকদের মাঝে কৃষি হেল্পলাইন ১৬১২৩ এর পরিচিতি করনের উদ্দেশ্যে শুক্রবার (১৭ জানুয়ারি) নাটোর লালপুর উপজেলার তিলকপুর গ্রামের প্রান্তিক কৃষকদের মাঝে লিফলেট স্টিকার ও সচেতনতামূলক পোস্টার বিলি করে বাংলাদেশ কৃষিজ লোক সাংস্কৃতিক পরিষদ । সে সময় কৃষিভিত্তিক এই তৃনমুল প্রতিষ্ঠানের সভাপতি তমাল তরু, রহমতুল্লাহ দোলন, রবিউল ইসলাম, আশিশ মাহমুদ, নাসির হোসেন, সোহান ও সেলিম উপস্থিত ছিলেন।
জানা যায় উক্ত নাম্বারে কল করে কম খরচে দেশের কৃষি বিজ্ঞানীদের নিকটে সরাসরি পরামর্শ পেতে পারবেন কৃষক।
এছাড়াও এ সময় বিভিন্ন ফসলের উন্নত চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ কৃষিজ লোক-সাংস্কৃতিক পরিষদের আহ্বায়ক তমাল তরু বলেন, তৃণমূল কৃষকেরা যেন সরকারি সেবা তাৎক্ষণিকভাবে পেতে পারে এই উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে নেমেছি। শিক্ষিত বেকার যুবসমাজকে কৃষিকাজে উদ্বুদ্ধ করতে আমাদের এই প্রচেষ্টা।