নাহিদ বিন রফিক (বরিশাল): উপজেলা কৃষি অফিসের আয়োজনে সোমবার (৩ ফেব্রুয়ারি) পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষিপ্রণোদনা বিতরণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান খালিদ বিন ওয়ালিদ। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষিতে সরকারের সফলতা চলমান রাখার জন্য বিনামূল্যে যে সব বীজ-সার দেয়া হচ্ছে তা নিশ্চিত করতে হবে। তাহলেই এর উদ্দেশ্য হবে বাস্তবায়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, চলতি রবি মৌসুমে উপজেলার ক্ষতিগ্রস্ত ৬ শ’ কৃষককে বিনামূল্যে ভুট্টা, শাক-সবজি ও মুগডালের বীজ এবং সার প্রদান করা হয়। এর মাধ্যমে চাষিরা কৃষিকাজে উৎসাহিত হবেন।
অনুষ্ঠানে কৃষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।