শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

আশানুরূপ ফলন পেতে মাটি পরীক্ষা জরুরি

নাহিদ বিন রফিক (বরিশাল): মাটির নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও সরেজমিনে ভেজাল সার সনাক্তকরণ শীর্ষক দিনব্যাপী এক কৃষক প্রশিক্ষণ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বরিশালের উজিরপুরস্থ পূর্ব ধামসার কৃষক কল্যান সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মৃত্তিকা গবেষণা এবং গবেষণা সুবিধা জোরদারকরণ প্রকল্পের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ছাব্বির হোসেন। তিনি বলেন, আশানুরূপ ফলন পেতে মাটি পরীক্ষা জরুরি। পাশাপাশি দরকার সুষম সার ব্যবহার। সে সাথে প্রয়োজন ভেজাল সার সনাক্তকরণ। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। তাহলেই ফসলের উৎপাদন খরচ কমবে। কৃষক হবেন লাভবান।

তিনি আরো বলেন, এ পরীক্ষার মাধ্যমে মাটির পুষ্টি উপাদানের সঠিক তথ্য পাওয়া যায়। পাশাপাশি কোন সার কতটুকু প্রয়োজন তাও জানা যাবে।

উপজেলা কৃষি অফিসার মো. জাকির হোসেন তালুকদারের  সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, এসআরডিআই’র বৈজ্ঞানিক কর্মকর্তা আশিক এলাহি, এসও ইসরাত জাহান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. আলিমুর রাজি প্রমুখ।

প্রশিক্ষণে ২৫ জন কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।

This post has already been read 4124 times!

Check Also

বরিশালের বিনা উদ্ভাবিত আমনের জাত বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালের বিনা উদ্ভাবিত আমনের জাত পরিচিতি, বীজ উৎপাদন এবং সংরক্ষণ বিষয়ক …