শুক্রবার (৬ মার্চ) এসোসিয়েশন অব ফ্রেন্ডস ফর এভার এর ১ম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি গেট টুগেদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন এর সভাপতি ডা. সাইফুল বাসার এর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে এজিএম শুরু হয়। কোরআন তেলওয়াত করেন ডা. হাফিজুর রহমান। এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক ডা. জসিম উদ্দিনের সঞ্চালনায় সভাপতি স্বাগত বক্তব্যে এসোসিয়েশন এর ইসি কমিটি ও উপস্থিত সাধারন সদদ্যদের ধন্যবাদ জানান এবং আগামীদিনে এসোসিয়েশন আরো এগিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করেন।
সাধারন সম্পাদক ডা. জসিম উদ্দিন বিগত বছরের কার্যক্রম এবং আগামী বছরের প্ল্যান,প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। কোষাধ্যক্ষ ডা. সরোয়ার জাহান ২০১৯ সালের আয় ব্যয়ের হিসাব, এবং ২০২০ বাজেট পেশ করেন। এ পর্যায়ে বিস্তারিত আলোচনায় অংশগ্রহন করেন ডা. নিজামউদ্দিন আখন্দ রনি,ডা. হাফিজুর রহমান, ডা. মো. মজিদ, ডা. আখতার হামিদ, ড. শাজাহান সরকার,ডা. আরিফুর রাব্বি,ডা. রেজাউল হক, ডা. লুৎফর রহমান, ডা. সাদেকুর রহমান, ডা. কবিরুল আলম প্রমূখ। বিস্তারিত আলোচনা শেষে কিছু সংশোধনী সহ সর্বসম্মতি ক্রমে ২০২০ সালের বাজেট পাশ হয়।
এজিএম প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডা. নুরুল ইসলাম শাওন এবং আহবায়ক প্রফেসর ড. নাজমূল হোসাইন নাজির সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে বাকৃবি ক্যাম্পাসে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় ভোট অব থ্যাংকস জানিয়ে বক্তব্য রাখেন এসোসিয়েশন এর সাংগঠিক সম্পাদক ডা. তাসলিম আকতার। সভাপতির আনুষ্ঠানিক ঘোষনায় এই পর্বের সমাপ্তি হয়।
দ্বিতীয় পর্বে ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রামে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর ড. জিয়াউল হক,প্রফেসর ড. রবিউল করিম, প্রফেসর ড. পূর্বা ইসলাম, ড. শাহীন, ডা. শান্তা,ডা. খন্দকার মাহমুদ হোসেন, ডা. জাকারিয়া প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ডা. কবিরুল আলম, সুপ্তি সহ আগত শিল্পীরা। ছোট ছোট ছেলে মেয়ের নানা ধরনের নাচ,আবৃত্তি, সংগীতে মুখরিত হয় মাইক্রোবায়োলজি গ্যালারী। সবার জন্যে ছিলো আকর্ষনীয় গিফট হ্যাম্পার।
সবশেষে ব্রহ্মপুত্রে নৌকা ভ্রমণ দিয়ে শেষ হয় এসোসিয়েশন অব ফ্রেন্ডস ফর এভার এর ১ম বার্ষিক সাধারন সভা ও ফ্যামিলি গেট টুগেদার।