Tuesday , April 8 2025

সুন্দরবনে দেশি বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

ফকির শহিদুল ইসলাম(খুলনা) : করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সুন্দরবনের সকল পর্যটন এলাকা প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনসাধারণকে বনের ইকোটুরিজম স্পটগুলোতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক মো. মঈনুদ্দিন খান নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বন অধিদপ্তরের আওতাধীন সুন্দরবনসহ বন বিভাগের সকল ইকোটুরিজম স্পটে স্বাস্থ নিরাপত্তার স্বার্থে করোনাভাইরাসের বিস্তার প্রতিরোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশি বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে এ নির্দেশনা প্রতিপালনের জন্য সকল ট্যুর অপারেটরদেরও নির্দেশ দেয়া হয়েছে।

করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নগরবাসীর প্রতি আহবান- সিটি মেয়র

This post has already been read 4548 times!

Check Also

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ ও নেপাল

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে পরিবেশ, বন ও …