বৃহস্পতিবার , ডিসেম্বর ১৯ ২০২৪

ঢাকার দুই সিটিতে যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে এ বছর  ঢাকার দুই সিটিতে স্থায়ী এবং অস্থায়ী মিলে মোট ১৭টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বসবে ৬টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় বসবে ১১টি কোরবানির পশুর হাট।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব এলাকায় হাট বসবে : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় মোট ১১টি স্থানে পশুর হাট বসবে ইনস্টিটিউট অফ লেদার টেকনোলজি মাঠ সংলগ্ন উন্মুক্ত এলাকা (হাজারীবাগ অস্থায়ী কোরবাণীর পশুর হাট), উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার এর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশেপাশের খালি জায়গা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজার এর মৈত্রী সংঘের মাঠ সংলগ্ন আশেপাশের খালি জায়গা, আফতাব নগর (ইষ্টার্ণ হাউজিং) ব্লক-ই.এফ.জি.এইচ সেকশন-১ ও ২ এর খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন গোপীবাগ বালুর মাঠ ও কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্বরোডের আশেপাশের খালি জায়গা, মেরাদিয়া বাজার সংলগ্ন আশেপাশের খালি জায়গা, দনিয়া কলেজ মাঠ সংলগ্ন খালি জায়গা, ধূপখোলা মাঠ সংলগ্ন খালি জায়গা, সাদেক হোসেন খোকা মাঠের পাশে ধোলাইখাল ট্রাক টার্মিনাল সংলগ্ন উন্মুক্ত এলাকা, আমুলিয়া মডেল টাউন এর খালি জায়গা, রহমতগঞ্জ খেলার মাঠ সংলগ্ন আশেপাশের খালি জায়গা, লালবাগ, ঢাকা।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যেসব এলাকায় হাট বসবে : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় মোট ৬টি পশুর হাট বসবে। এর মধ্যে ১টি স্থায়ী হাট এবং ৫টি অস্থায়ী হাট। স্থায়ী হাটটি গাবতলীতে বসবে। অস্থায়ী ৫টি হাটগুলো হচ্ছে- উত্তরা ১৭ নম্বর সেক্টরে বৃন্দাবন হতে উত্তর দিকে বিজিএমইএ ভবন পর্যন্ত খালি জায়গা; কাওলা শিয়াল ডাঙ্গা সংলগ্ন খালি জায়গা; ৪৩ নম্বর ওয়ার্ডের পূর্বাচল ব্রিজ সংলগ্ন মস্তুল ডুমনী বাজারমূখী রাস্তার উভয় পাশের খালি জায়গা; ভাটারা (সাইদ নগর) পশুর হাট; এবং উত্তরখান মৈনারটেক হাউজিং প্রকল্পের খালি জায়গা।

উল্লেখ্য, দরপত্র আহবানের পরও জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরশনের ৬টি হাটের ইজারা বাতিল করা হয়েছে। ইজারা বাতিলকৃত হাটগুলো হচ্ছে, বাড্ডা ইস্টার্ন হাউজিং (আফতাব নগর); ভাষানটেক রাস্তার অব্যবহৃত ও পরিত্যক্ত অংশ ও পাশের খালি জায়গা; উত্তরা ১৫ নম্বর সেক্টরের ১ নম্বর ব্রিজের পশ্চিম অংশ এবং ২ নম্বর ব্রিজের পশ্চিম পাশের খালি জায়গা; ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ; মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা; এবং মোহাম্মদপুর বুদ্ধিজীবী সড়ক সংলগ্ন বছিলা হাট।

This post has already been read 3185 times!

Check Also

চট্টগ্রামে আর ভি মিন সন্ধানী জাহাজ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

চট্টগ্রাম সংবাদদাতা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার সোমবার (০২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত …