শনিবার , নভেম্বর ২৩ ২০২৪

বরিশালে আঞ্চলিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): আঞ্চলিক কৃষি কারিগরী সমন্বয় কমিটির সভা গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বরিশাল নগরীর খামারবাড়িস্থ এডিডিএইর কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত  পরিচালক মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ গোলাম মো. ইদ্রিস, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলমগীর হোসেন, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের (এসআরডিআই) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সাব্বির হোসেন, ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম, ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, পটুয়াখালীর উপপরিচালক হৃদয়েশ^র দত্ত, বরগুনার উপপরিচালক মো. আব্দুল অদুদ খান, পিরোজপুরের উপপরিচালক চিন্ময় রায়, ভোলার উপপরিচালক হরলাল মধু, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা টিপু সুলতান, কৃষি বিপণন অধিদপ্তরের সহকারি পরিচালক মো. ফয়েজ প্রমুখ।

অনুষ্ঠানে রবি মৌসুমে মাঠফসল, উদ্যান ফসল, বনায়ন, মৎস্য এবং প্রাণিসম্পদ অর্থাৎ কৃষির প্রতিটি সেক্টরে দক্ষিণাঞ্চলের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে কৃষক এবং জনপ্রতিনিধিসহ  কৃষি সংশ্লিষ্ট সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভায় ঝালকাঠির নলছিটি উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি ২ হাজার ৭১ জনের কৃষিকথার গ্রাহকের অর্থ আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেনের হাতে তুলেদেন।

This post has already been read 2990 times!

Check Also

বরিশালে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ

নাহিদ বিন রফিক (বরিশাল):  বরিশাল মেট্টোপলিটনে কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) …