এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: বুধবার (০৭ অক্টোবর) বিশ্ব তুলা দিবস-২০২০ উপলক্ষে তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে “তুলা- বিশ্বের অতি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক আঁশ” প্রতিপাদ্যের উপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে মানিক মিয়া এভিনিউতে মানব উদ্দীপন বন্ধন অনুষ্ঠিত হয়। এরপর তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরের সম্মেলন কক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, কমলারঞ্জন দাশ; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। সেমিনারে কী-নোট পেপার উপস্থাপন করেন তুলা উন্নয়ন বোর্ডের সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প (ফেজ-১) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. গাজী গোলাম মর্তুজা। আলোচক হিসেবে অংশগ্রহন করেন তুলা উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক ড. মো. তাসদিকুর রহমান ও অতিরিক্ত পরিচালক মো. আখতারুজ্জামান।