আশিষ তরফদার (পাবনা) : দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মাফিক খাদ্য উৎপাদন উদ্বৃত্ত হলেও পুষ্টি ও নিরাপদ খাদ্যের চাহিদা বহুলাংশে ঘাটতি রয়েছে। নিরাপদ ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনের ঘাটতি মোকাবেলায় বর্তমান সরকার কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্বারোপ করে কৃষিতে নতুন নতুন ধ্যান- ধারনা প্রযুক্তিগত ভাবে কৃষক তথ্য মাঠ পর্যায়ে সম্প্রসারণে অঙ্গীকারবদ্ধ। সেই আলোকে পাবনা কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে ৯ -১০ নভেম্বর দুই দিনব্যাপী কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক অফিস, আইসিটি ল্যাবে “কৃষি উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার” বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পাবনাস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. আব্দুল কাদের প্রশিক্ষণের উদ্বোধন করেন। কৃষক প্রশিক্ষণের মূল বিষয় ছিল কৃষি উৎপাদনে আধুনিক প্রযুক্তির ব্যবহার, পারিবারিক পুষ্টি বাগান ও পরিচর্যা, মসলা ফসলের চাষাবাদ ও মাটির স্বাস্থ্য, সুরক্ষায় করনীয় এবং অনলাইন ভিত্তিক কৃষি প্রযুক্তি কৃষকের নিকট পৌঁছানো ।
কৃষক প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন, পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের , একই দপ্তরের অতি: উপ পরিচালক কৃষিবিদ মো:.সামছুল আলম, বাংলাদেশ সুগারক্রপ গবেষনা ড. মো. জাহাঙ্গীর আলম, পাবনার সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. রবিউল আলম, মৃত্তিকা সম্পদ উন্নয়ন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মো. ফারুক হোসেন, রাজশাহীস্থ কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক কৃষি তথ্য কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ হিল কাফি ,পাবনা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ এবং পাবনারকৃষি তথ্য সার্ভিসের প্রাক্তন সহকারী তথ্য অফিসার এটিম ফজলুল করিম।
প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে প্রশিক্ষণটি সার্বিক ভাবে পরিচালনা করেন, পাবনার কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার তুষার কুমার সাহা। পাবনা জেলার কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহাদত হোসেনসহ উক্ত কৃষক প্রশিক্ষণে পাবনা জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন আদর্শ কৃষক/কৃষানী অংশ গ্রহন করেন।