Tuesday , April 22 2025

বরিশালে কৃষি আবহাওয়ার ওপর কর্মশালায় অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প আয়োজিত এক আঞ্চলিক কর্মশালা আজ বরিশাল নগরীর সাগরদিস্থ ব্রির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। প্রকল্প পরিচালক ড. শাহ কামাল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন এবং ডিএই বরিশালের উপপরিচালক মো. তাওফিকুল আলম।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, কৃষি আবহাওয়ার তথ্য সেবা কৃষক পর্যায়ে দ্রুত সময়ের মধ্যে পৌঁছাতে হবে। এজন্য প্রকল্প হতে যেসব যন্ত্রপাতি দেওয়া হয়েছে, এর ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আরো যত্নশীল হওয়া দরকার। এর মাধ্যমে কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি কার্যকারিতাও হবে দীর্ঘস্থায়ী।

ঝালকাঠির জেলা প্রশিক্ষণ অফিসার মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিএই ঝালকাঠির উপপরিচালক মো. ফজলুল হক, ডিএই বরগুনার উপপরিচালক মো. আব্দুল অদুদ খান, বিএআরআই পটুয়াখালীর  সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের যুগ্ম পরিচালক ড. মো. মিজানুর রহমান, কলাপাড়ার  উপজেলা কৃষি অফিসার মো. আবদুল মান্নান, নলছিটির উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি, বাবুগঞ্জের উপজেলা কৃষি অফিসার মো. নাসির উদ্দিন, ভোলা সদরের উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ রিয়াজউদ্দিন, পাথরঘাটার উপজেলা কৃষি অফিসার শিশির কুমার বড়াল, আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ডিএই, কৃষি তথ্য সার্ভিস, ব্রি, বারি, বিনা, বিএডিসি, এসসিএ, বিএসআরআই, বিজেআরআই, এটিআই, আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের ৮৭ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4561 times!

Check Also

বগুড়ায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল, বগুড়ার আয়োজনে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় …