Saturday , April 19 2025

একাত্তরের সাম্প্রদায়িক শক্তির প্রজন্ম ভ্রুকুটি করলে ছাড় দেয়া হবে না -শ ম রেজাউল করিম

নাজিরপুর, পিরোজপুর : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে একাত্তরের সাম্প্রদায়িক শক্তির প্রজন্ম ভ্রুকুটি করলে কোনভাবে ছাড় দেয়া হবে না। কঠোর হাতে দমন করা হবে। এরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে দিতে চায়, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ রাখতে চায় না। এরা যাতে কোনভাবে কোথাও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নিতে হবে।”

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে নাজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে নাজিরপুর উপজেলা পরিষদ ‍চেয়ারম্যান ‍অমূল্য রঞ্জন হালদার, সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মোঃ সায়েফ, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা মুনিরুল ইসলাম মুনীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানগণ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণসহ নাজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগণ এসময় সভায় উপস্থিত ছিলেন।

মন্ত্রী আরো বলেন, “মসজিদ ইবাদতের জায়গা। মানুষকে উসকে দিয়ে গন্ডগোল বাধানোর জায়গা নয়। মসজিদে বসে কোন ষড়যন্ত্র করতে দেয়া হবে না। অতীতে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদ থেকে বের করে দিয়ে সেখানে জঙ্গীদের আস্তানা করা হয়েছে। জঙ্গীরা ধর্মের নামে দেশে খারাপ কাজ করেছে। এটা করতে দেয়া যাবে না। এজন্য আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোরভাবে কাজ করতে হবে।”

শ ম রেজাউল করিম আরো যোগ করেন, “ইসলাম অন্য ধর্মের নিরাপত্তা দেয়ার কথা বলে। অন্য ধর্মাবলম্বীদের সম্পত্তি হেফাজত করার কথা বলে। যারা পবিত্র কোরআন ও হাদীসের সঠিক ব্যাখ্যা দিতে পারে, যারা প্রকৃত ইসলামের কথা সবার সামনে তুলে ধরতে পারে, আমরা তাদের নিয়ে চলবো।”

পরে নাজিরপুর উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। এরপর নাজিরপুর উপজেলার শীতার্ত গরীব ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

This post has already been read 4606 times!

Check Also

নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মানুষ হিসেবে-দেশের নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের …