এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: গত ১১ ও ১২ মার্চ গাজীপুরের তুরাগ ওয়াটারফ্রন্ট রিসোর্টের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো Association of Friends Forever এর ২য় বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি গেট টুগেদার। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন রাতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মুভি শো। এসোসিয়েশন এর সদস্য, স্পাউস ও ছেলেমেয়েদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে পুরো রিসোর্ট।
শুক্রবার (১২ মার্চ) সকালে তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্টের কনফারেন্স হলে কৃষিবিদ ডা. হাফিজুর রহমানের কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে এজিএমের আনুষ্ঠানিক সূচনা হয়। এসোসিয়েশন এর সদস্যদের ছেলেমেয়েদের সাথে কেককাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন এসোসিয়েশন এর প্রেসিডেন্ট কৃষিবিদ ডা. সাইফুল বাসার
এসোসিয়েশন এর প্রেসিডেন্ট কৃষিবিদ ডা. সাইফুল বাসার তার শুভেচ্ছা বক্তব্যে অনুষ্ঠানে আগত সকল সদস্য, ফ্যামিলি মেম্বারসহ আয়োজক সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়ে আগামীতে আরো বড় পরিসরে ফ্যামিলি গেটটুগেদার ও এসোসিয়েশন কর্তৃক গাজীপুরে একটি অত্যাধুনিক এগ্রি কমপ্লেক্স গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
এসোসিয়েশন -এর সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. জসিমউদদীন বার্ষিক রিপোর্ট উপস্থাপন করেন এবং সর্বসম্মতিতে তার উপস্থাপিত রিপোর্ট পাস হয়।
বার্ষিক অডিট রিপোর্ট এবং বাজেট বক্তৃতায় এসোসিয়েশন এর ট্রেজারার কৃষিবিদ ডা. সরোয়ার জাহান ফাইন্যান্সিয়াল সম্পর্কিত যাবতীয় বিষয়াদি সভায় উপস্থাপন করেন এবং তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
ইনভেস্টমেন্ট সাব কমিটির কনভেনর কৃষিবিদ ডা. সাদেকুর রহমান ও মেম্বার সেক্রেটারি কৃষিবিদ ডা. লুৎফর রহমান এসোসিয়েশন এর ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট ও কর্মপরিকল্পনা বিস্তারিতভাবে তাদের বক্তৃতায় তুলে ধরেন এবং সভায় সর্বসম্মতিক্রমে তা পাস হয়।
এজিএম প্রস্তুতি সাব কমিটির কনভেনর কৃষিবিদ ডা. নুরুল ইসলাম শাওন ও মেম্বার সেক্রেটারি কৃষিবিদ প্রফেসর ড. নাজির উপস্থিত সবাইকে শুভেচ্ছে ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
সভাপতির আনুষ্ঠানিক সমাপনী বক্তৃতায় কৃষিবিদ ডা. সাইফুল বাসার বন্ধুত্বের এই বন্ধন চিরকাল অটুট থাকবে এবং আগামীদিনগুলিতে সকলের সহযোগিতায় এসোসিয়েশন অব ফ্রেন্ডস ফরএভার আরো অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি তুরাগ ওয়াটার ফ্রন্ট রিসোর্ট ম্যানেজম্যান্টকে তাদের এই চমৎকার আয়োজনে সহযোগিতা করায় বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিকাল বেলায় খেলার মাঠে ছেলে মেয়েদের দৌড় প্রতিযোগিতা, সদস্যদের ডার্ট নিক্ষেপ ও স্পাউসদের ঝুঁড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন ও উপস্থিত সবার হাতে আকর্ষনীয় স্পেশাল গিফট তুলে দেয়ার মাধ্যমে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।