নাহিদ বিন রফিক (বরিশাল): বিনা সরিষা-৯’র ওপর কৃষক মাঠদিবস আজ (রবিবার) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ভবানীপুরে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি (ভার্চুয়ালে) ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিনার পরিচালক ড. মো. আব্দুল মালেক, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন এবং বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজিজুল হক।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা। প্রধান অতিথি কৃষকদের উদ্দেশ্যে বলেন, বিনা সরিষা-৯ শূন্যচাষে আবাদ করা সম্ভব। আমনের শেষ পর্যায় জমির কাদা মাটিতে বীজ বোনা যায়। এর রোগবালাই কম। উৎপাদন খরচেও সাশ্রয়ী। পাশাপাশি শস্য নিবিড়তা বৃদ্ধিতে সহায়ক। তাই দক্ষিণাঞ্চলে এর চাষাবাদ বাড়ানো দরকার।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকের সঞ্চলনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অদিদপ্তরের (ডিএই) অতিরিক্ত উপপরিচালক মোসাম্মৎ মরিয়ম, অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিন, বাবুগঞ্জের কৃষি সম্প্রসারণ অফিসার শাহ মো. আরিফুল ইসলাম, সরিষাচাষি মো. কবির হোসেন, মো. আমিনুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক কৃষাণ-কৃষাণী অংশগ্রহণ করেন।