শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষ্যে দি ভেট এক্সিকিউটিভ -এর অনলাইন প্রতিযোগিতার আয়োজন

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: , আগামী ২৪ এপ্রিল, শনিবার সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২১। কোভিড-১৯ মহামারীর কারণে গতবারের মতো এবছরও অনলাইন প্লাটফর্মে নানা প্রোগ্রামের মাধ্যমে দিনটিকে উদযাপন করবে বলে জানিয়েছে ভেটেনারিয়ানদের কয়েকটি সংগঠন। দিবসটি উপলক্ষ্যে কেন্দ্রীয়ভাবে দি ভেট এক্সিকিউটিভ, বাংলাদেশে ভেটেরিনারি এসোসিয়েশন এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে দিনটিকে  উদযাপনের প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে বিস্তারিত খুব শীঘ্রই জানিয়ে বলে জানিয়েছেন দায়িত্বশীল সূত্র।

এ বছর  “Veterinarian response to the Covid-19 crisis” প্রতিপাদ্যে দিবসটি পালন করা হবে। বেসরকারি ভেটেনারিয়ানদের সংগঠন দি ভেট এক্সিকিউটিভ উক্ত প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করেছে অনলাইন প্রতিযোগিতা, যেখানে বিজয়ীদের জন্যে রয়েছে আকর্ষণীয় সব পুরষ্কার।

এ সম্পর্কে দি ভেট এক্সিকিউটিভ সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা. সাইফুল বাসার বলেন, আমরা সারাদেশের ভেটেরিনারিয়ানদের কাছ থেকে পোস্টার/ ভিডিও ক্লিপস অথবা ইনোভেটিভ প্রেজেন্টেশন এর একটা প্রতিযোগিতার আয়োজন করেছি। আমরা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সকল ভেটেনারিয়ানদের আমন্ত্রন জানাচ্ছি এবং তারা স্বতস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবে বলে আশা রাখছি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়মাবলী

১। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে অবশ্যই ভেটেরিনারিয়ান হতে হবে। ভেটেরিনারি সাইন্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাও এতে অংশগ্রহণ করতে পারবেন।

২। সময়ঃ  ১৯ এপ্রিল-২০২১ হতে ২৪ এপ্রিল-২০২১, বিকাল ৫.০০ পর্যন্ত।

৩। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীকে পোস্টার/ভিডিও ক্লিপস/ ইনোভেটিভ প্রেজেন্টেশন অবশ্যই The Vet Executive এবং BVA ফেসবুক গ্রুপে নির্ধারিত সময়ের মধ্যে পোস্ট করতে হবে। তবে প্রতিযোগী নিজের টাইমলাইনেও তা পোস্ট করতে পারবেন।

৪। একজন প্রতিযোগী পোস্টার/ভিডিও ক্লিপস/ ইনোভেটিভ প্রেজেন্টেশন এই তিনটি আইটেমেই অংশগ্রহণ করতে পারবেন। তবে একই আইটেমে একের অধিক পোস্ট গ্রহণযোগ্য হবে না। ভিডিও ক্লিপস এর টাইম সর্বোচ্চ ৩ মিনিট হতে পারবে।

৫। প্রতিযোগিতায় মোট নাম্বার ১০০। সম্মানিত বিচারকমন্ডলী  ৮০ নাম্বারের উপর মার্কিং করবেন। অবশিষ্ট ২০ নাম্বার প্রতিযোগীর পোস্টে কমেন্টস ও লাইকের ভিত্তিতে নির্ধারিত হবে। সর্বোচ্চ নাম্বার প্রাপ্তি সাপেক্ষে শীর্ষস্থানীয় বিজয়ীদের নাম ২৪ এপ্রিল রাত ১১.০০ টায় ঘোষনা করা হবে।

৬। প্রতিযোগীকে পোস্টে অবশ্যই ” The Vet Executive Online Competition -WVD-2021″ কথাটি উল্লেখ করতে হবে।

This post has already been read 4650 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …