বৃহস্পতিবার , ডিসেম্বর ১৯ ২০২৪

সুন্দরবনকেন্দ্রিক বিভিন্ন এলাকায় ইকো-ট্যুরিজম গড়ে তোলা হবে  -উপমন্ত্রী  হাবিবুন নাহার

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এমপি) বলেছেন, সুন্দরবনের বিকল্প কর্মসংস্থানের লক্ষে সরকারের পক্ষ থেকে সুন্দরবন কেন্দ্রিক বিভিন্ন এলাকায় ইকো-ট্যুরিজম সেন্টার গড়ে তোলা হবে। ইতিমধ্যে খুলনা রেঞ্জের কালাবগী স্টেশনে ইকো-ট্যুরিজম কেন্দ্রের কাজ শুরু করা হয়েছে। এখানে প্রকৃতী প্রেমি মানুষ সুন্দরবনের সৌন্দয্য উপভোগ করার পাশাপাশি বন্য প্রানী ও উদ্ভীদ সম্পর্কে জানতে পারবে। আর এতে করে এলাকার সুন্দরবনের উপর নির্ভরশীল মানুষ বিকল্প কর্মসংস্থানের সুযোগ পাবে।

তিনি আজ ২৩ মে সকাল ১০ টায় সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা রেঞ্জের কালাবগী স্টেশন চত্বরে ইকো-ট্যুর অপারেটর, গাইড ও কো-মেনেজমেন্ট কমিটির সদস্যদের তিন দিন ব্যাপী প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। বন বিভাগের খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মোঃ মঈনুদ্দীন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বিভাগের (ডিএফও) ড. মোঃ আবু নাসের মোহসীন হোসেন।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ। খুলনা রেঞ্জের রেঞ্জ সহযোগী কাজী মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রশিক্ষক মওদুদুর রহমান, নলিয়ান স্টেশন কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, কালাবগী স্টেশন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, বানিয়াখালী স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল, হড্ডা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম, সিএমসির কোষাধাক্ষ্য রিয়াছাদ আলী,সিপিজি সদস্য রুদ্রা বিশ্বাস প্রমুখ। প্রশিক্ষনে ২০ জন সদস্য অংশ গ্রহন করেন।

This post has already been read 5023 times!

Check Also

নিষেধাজ্ঞা শেষে জেলে ও পর্যটকদের পদচারণায় মুখরিত সুন্দরবন

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবনে প্রবেশ শুরু করেছে জেলে …