বৃহস্পতিবার , ডিসেম্বর ১৯ ২০২৪

মিরপুর ১০-এ এজি ফুডের নতুন আউটলেট উদ্বোধন

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: মঙ্গলবার (২৫ মে) রাজধানীর মিরপুর ১০-এ দেশের জনপ্রিয় পোলট্রি প্রক্রিয়াজাত খাদ্য পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এজি ফুড লিমিটেড নতুন আরো একটি আউটলেট উদ্বোধন করা হয়েছে। এজি ফুডের উর্ধ্বতন কর্মকর্তাগণ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

উল্লেখ্য, এজি উৎপাদিত এন্টিবায়োটিক এমবিএম প্রভাব মুক্ত গ্রীন চিকেন ইতোমধ্যে দেশের ভোক্তা মহলে বেশ সারা ফেলতে সক্ষম হয়েছে। উক্ত আউটলেটে গ্রীন চিকেন ছাড়াও অন্যান্য হিমায়িত মাংসজাত পণ্য পাওয়া যাবে। এজি ফুড লিমিটেডের উৎপাদিত পণ্যগুলোর মধ্যে রয়েছে নাগেটস, মিটবল, ক্রিসপি (ড্রামস্টিক, ব্রেস্ট, থাই), সসেজ, হট উইংস, চিকেন স্প্রিং রোল, ফ্রায়েড রাইস, চিকেন সমুচা, চিকেন সিঙ্গারা ইত্যাদি।

এছাড়াও এজি পক্ষ থেকে উল্লেখিত সব পণ্য হোম ডেলিভারির ব্যবস্থা রাখা হয়েছে যা ০১৭৭৭৭১৯১৫৪, ০১৭০০৭০৭২৭৭ নাম্বারে ফোন করে সহজেই উপভোগ করতে পারেন উক্ত সেবা।

আউটলেটের ঠিকানা: বাড়ী০১, লেন-০৪, ব্লক-সি, সেকশন১০, মিরপুর, ঢাকা১২১৬।

This post has already been read 3940 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …