সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করেছে- নারায়ণ চন্দ্র চন্দ, এমপি

ফকির শহিদুল ইসলাম (খুলনা) : ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে খুলনার গল্লামারীস্থ মৎস্য বীজ উৎপাদন খামার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ সভায় প্রধান অতিথি ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বলেন, স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক জনসভায় ঘোষণা দিয়েছিলেন মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করেছে। জিডিপিতে মৎস্যখাত বড় অবদান রাখছে। তিনি বলেন, বিশ্বের মধ্যে বাংলাদেশ ইলিশ উৎপাদনে প্রথম। দেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশেও রপ্তানি করেছে। দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিলো, চাষের মাধ্যমে মাছগুলো আবার ফিরিয়ে আনা হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, খুলনা মৎস্য অধিদপ্তরের উপপরিচালক মো. আবু ছাইদ, সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিসারিজ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, বাংলাদেশ ফ্রোজেন ফুড এক্সপোর্টাস এসোসিয়েশনের সহসভাপতি এস হুমায়ুন কবির, ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক লুকাস সরকার ,ডুমুরিয়্ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিক। খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এতে সভাপতিত্ব করেন।

রূপসা উপজেলার ইউনিয়ন পর্যায়ে আরডি দলনেতাদের মাঝে প্যাকেজ ভিত্তিক প্রদর্শনীর উপকরণ বিতরণ করেন।

মতবিনিময় সভায় খুলনা জেলার নয়টি উপজেলার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষি ও ক্ষেত্র সহকারীরা অংশ গ্রহণ করেন।

This post has already been read 3385 times!

Check Also

হাওরে ইজারা অবিলম্বে বন্ধ করা উচিত -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার বলেছেন, ‘আমি মনে করি, হাওরে ইজারা …