সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪

সেইফ বায়ো প্রোডাক্টস্ লিমিটেড’র ১০ বছর পূর্তি উদযাপন

কেক কেটে ১০ বছর পূর্তি উদযাপন করছেন সেইফ বায়ো প্রোডাক্টস্ লি. -এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

এগ্রিনিউজ২৪.কম: জাকজমকপুর্ণভাবে ১০ বছর পূর্তি উদযাপন করেছে দেশের প্রাণিস্বাস্থ্যসেবা খাতের অন্যতম স্বনামধন্য কোম্পানি সেইফ বায়ো প্রোডাক্টস্ লিঃ। মঙ্গলবার (২৬ অক্টোবর) দিনটিকে স্মরণীয় করে রাখতে কোম্পানিটি দিনব্যাপী নানা আয়োজনের ব্যবস্থা করেন। গাজীপুর জেলার শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ক্যাফে আফসার রেস্তোরায় সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৫ টা পর্যন্ত অনুষ্ঠান চলে। সব শেষে অতিথীদের উপস্থিতিতে কেক কাঁটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রোগ্রামে সেইফ বায়ো প্রোডাক্টস্ লি. -এর চেয়ারম্যান মো. রহিম শিকদার, ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ সরোয়ার জাহান, পরিচালক  গাজী জাফর আহমেদ, পরিচালক সাবিনা আহমেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেসিক ব্যাংক মাওনা শাখার ম্যানেজার মো. মিজানুর রহমান, সাউথবাংলা বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক, মাওনা শাখার ম্যানেজার মো. শাহিনূর রহমান, এবি ব্যাংক, সিড স্টোর শাখার ম্যানেজার, শাহজালাল ইসলামী ব্যাংক, মাওনা শাখার ডেপুটি ম্যানেজার মো. ইউসুফ মিয়া, গাজীপুরের বিশিষ্ট ব্যবসায়ী হাজী ফিডের এমডি  শফিকুল ইসলাম স্বপন, আজিরন ফিডের চেয়ারম্যান  কামরুল ইসলাম, রেশা পোল্ট্রির  শাহাবুদ্দিন, কাউন্সিলর  আলী আজগর বি.কম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

This post has already been read 3067 times!

Check Also

দি ভেট এক্সিকিউটিভ এর পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন

এগ্রিনিউজ২৪.কম : গত (১৮ সেপ্টেম্বর) বিকালে নব গঠিত The Vet Executive এর কার্যকরী কমিটির পক্ষ …