Tuesday , April 22 2025

বরিশালে কৃষি তথ্য সার্ভিসের আয়োজনে বিজয় দিবসের আলোচনা সভা

নাহিদ বিন রফিক (বরিশাল): প্রতিবারের ন্যায় এবারও বরিশালে অত্যন্ত ঝাঁকজমকের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষ হওয়ায় এবারের দিবসটি বিশেষ মর্যাদার গুরুত্ব বহন করে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) কৃষি তথ্য সার্ভিসের উদ্যোগে নগরীর খামারবাড়িতে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা এস এম নাহিদ বিন রফিক, একাউনটেন্ট কাম ক্যাশিয়ার মো. ইকরাম হোসেন, অফিস সহকারি কাম কম্পিউটার জগদীশ দত্ত, লাইটিং এসিসটেন্ট মো. আবু জাফর মোল্লা প্রমুখ।

আলোচনা সভায় স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুসহ সকল শহীদের অবদানের কথা স্মরণ করা হয়। পাশাপাশি জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানানো হয় অফুরন্ত কৃতজ্ঞতা। এর আগে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারির সমন্বয়ে স্বাধীনতাস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

This post has already been read 4009 times!

Check Also

চৈত্র সংক্রান্তি আমাদের প্রাণ-প্রকৃতি রক্ষার শিক্ষা দেয়- মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, চৈত্র …