নাহিদ বিন রফিক (বরিশাল) : প্রতিবারের ন্যায় এবারও বরিশালে কৃষিবিদ দিবস পালিত হয়েছে। আজ (রবিবার, ১৩ ফেব্রুয়ারি) নগরীর খামারবাড়িতে কেআইবি’র উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. হারুন-অর-রশীদ।
কেআইবি’র সাধারণ সম্পাদক ডা. মো. নুরুল আলমের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ হৃদয়েশ্বর দত্ত, সাবেক অধ্যক্ষ এস এম শামসুল আলম, অধ্যক্ষ (অব.) নিখিল রঞ্জন মন্ডল, বিএডিসির যুগ্ম পরিচালক ড. একেএম মিজানুর রহমান, জেলা কৃত্রিম প্রজনণ কেন্দ্রের উপপরিচালক ডা. নাসির উদ্দিন আহমেদ, সরকারি মুরগী প্রজনণ ও উন্নয়ন খামারের উপপরিচালক মো. রফিকুল ইসলাম খান, মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপক গোলাম মাওলা, ডিএই’র অতিরিক্ত উপপরিচালক সাবিনা ইয়াসমিন, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার মো. শাহাদাত হোসেন, গৌরনদীর উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান, মার্কেন্টাইল ব্যাংকের কৃষি প্রকৌশলী মশিউর রহমান, বরিশাল সদরের কৃষি সম্প্রসারণ অফিসার মো. মাহফুজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত এবং অবসরপ্রাপ্ত ৫০ জন কৃষিবিদ অংশগ্রহণ করেন।