বুধবার , ডিসেম্বর ১৮ ২০২৪

বারিকা’র নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা) নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ ২৯ মার্চ মঙ্গলবার ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর সংবাদদাতা: বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কর্মচারী কল্যাণ সমিতি (বারিকা) নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৯ মার্চ, মঙ্গলবার) ইনস্টিটিউটের কাজী বদরুদ্দোজা মিলনায়তনে নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান বারিকা’র নির্বাচন কমিশনার ও কন্দাল ফসল কেন্দ্রের উচ্চমান সহকারী মো. মানোয়ার হোসেন শিকদার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. অপূর্ব কান্তি চৌধুরী, পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) ড. মো. আব্দুল লতিফ আকন্দ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. মোছাম্মৎ সামছুন্নাহার এবং পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মো. সাইফুল ইসলাম।

উল্লেখ্য, গত ০৯ মার্চ ২ বারিকা’র সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বারি’র তৈলবীজ গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক সহকারী  মো. মাহবুবুর রহমান সভাপতি এবং অর্থ ও হিসাব শাখার অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক  মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এছাড়াও বারিকা’র অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সহ-সাধারণ সম্পাদক  মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক  মুহাম্মদ শফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ  মো. কবির হোসেন, অডিটর  মো. সেকেন্দার সরকার, দপ্তর সম্পাদক  মো. আবু বক্কর সিদ্দিক, শিক্ষা ও ক্রীড়া সম্পাদক  আসাদুর রহমান রুবেল, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক  মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক  প্রশান্ত কুমার মন্ডল, মহিলা সম্পাদক সুরাইয়া খানম।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. মামুনুর রশীদ,  মো. হুমায়ূন কবীর, নাজিম হোসেন ভুঁঞা,  মো. হারুন অর রশিদ, মো. নজরুল ইসলাম মোল্লা,  মো. সিরাজ দৌলা, আবদুস ছাত্তার, মোহাম্মদ মাইন উদ্দিন এবং সেলিনা আক্তার।

This post has already been read 4165 times!

Check Also

শেরপুর ভেটস ক্লাবের নতুন কমিটি ঘোষণা

এগ্রিনিউজ২৪.কম ডেস্ক: শেরপুর ভেটস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সংগঠনটি আয়োজিত …