শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

নরসিংদী প্রাইম কলেজ কৃষি বিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন কর্মসূচি ২০২২ সম্পন্ন

নরসিংদী সংবাদদাতা: নরসিংদী প্রাইম কলেজ কৃষি বিভাগের উদ্যোগে নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ইউনিয়নে সামাজিক বনায়ন কার্যক্রম বাস্তবায়িত  হয়েছে। এ সময় রাস্তার দুই পাশে অর্ধ শতাধিক ফলজ, বনজ, ঔষধি বৃক্ষের চারা রোপণ করা হয়। নরসিংদী প্রাইম কলেজ কৃষি বিভাগীয় প্রধান কৃষিবিদ মো. ইয়াসিন আরাফাত এর তত্ত্বাবধানে উক্ত কার্যক্রম পরিচালিত হয়।

সামাজিক বনায়ন সম্পর্কে ইয়াসিন আরাফাত বলেন যে, কৃষি নিঃসন্দেহে একটা ব্যবহারিক বিষয়। আমাদের পাঠ্যক্রম যেভাবে সাজানো আছে,  আমরা তা যদি মাঠ পর্যায়ে নিয়ে যেতে পারি তাহলে সমাজ তথা দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। গাছ মানুষের জন্য মহান আল্লাহর পাঠানো সর্বাপেক্ষা শ্রেষ্ঠ উপহার। একটি পূর্ণ বয়স্ক গাছ প্রতি ২৪ ঘন্টায় ১৬ লিটার অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন আমাদের প্রাণ বায়ু। যদি গাছই না থাকে তাহলে আমরাও বিলীন হয়ে যাবো। নরসিংদী প্রাইম কলেজ কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানাই আমায় এমন একটা কাজের সাথে থাকার সুযোগ করে দেওয়ার জন্য। অদূর ভবিষ্যতেও নরসিংদী প্রাইম কলেজ কৃষি বিভাগের সার্বিক তত্বাবধানে মাঠ পর্যায়ে কৃষি কার্যক্রম সম্পন্ন হবে ইনশাআল্লাহ। আমাদের শিক্ষার্থীরা  ক্লাসে যেমন পরিশ্রমী তেমন মাঠের কাজেও পরিশ্রমী। আশা করি তাদের শেখানোর প্রয়াস বিরতিহীন থাকবে।

নরসিংদী প্রাইম কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মাসুদুর রহমান বিপ্লব বলে যে, আমরা মাঠ পর্যায়ের কাজে বিরক্তবোধ করি না। এর আগেও আমরা মাশরুম চাষ, সার তৈরি, মাটি পরীক্ষা করা নিয়ে কাজ করেছি— মোট কথা আমরা শিখছি।

নরসিংদী প্রাইম কলেজের অধ্যক্ষ— প্রফেসর সেলিনা বেগম বলেন, প্রকৃত শিক্ষা প্রদানই আমাদের মূল লক্ষ্য ।  আমরা চাই আমাদের শিক্ষার্থীরা এ পবিত্র অঙ্গন থেকে শিক্ষা গ্রহণ করে একজন ভালো মানুষ হয়ে উঠুক। আমাদের পরিশ্রম অব্যাহত থাকবে।

This post has already been read 4568 times!

Check Also

বাকৃবিতে সিকৃবি ভিসি ড. আলিমুল ইসলামের সংবর্ধনা

বাকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভিসি হিসেবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাইক্রোবায়োলজিস্ট ও ভাইরোলজিস্ট প্রফেসর ড.মো. …