Friday , April 11 2025

বরিশালে বিএআরআই উদ্ভাবিত আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে বিএআরআই উদ্ভাবিত আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) রহমতপুরে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত¦ করেন ভাসমান বেডে সবজি ও মসলা চাষ গবেষণা, সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের  প্রকল্প পরিচালক ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের (বিএআরআই) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. গোলাম কিবরিয়া, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলিমুর রহমান এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শহিদুল ইসলাম, ঊধর্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা . মো. মোস্তাক আহমেদ, কর্মসূিচ পরিচালক ড. মো. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রাজিউদ্দিন, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি বলেন, আপনারা মাঠে-ময়দানে কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন। তাই বিএআরআই উদ্ভাবিত জাতগুলো সম্পর্কে ধারণা নিয়ে তা সম্প্রসারণ করলে ফসলের উৎপাদন বাড়বে। এতে কৃষকরা চাষাবাদে আরো উৎসাহিত হবেন।

প্রশিক্ষণে ডিএই, এনজিও এবং অন্যান্য সংস্থার মাঠ পর্যায়ের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

This post has already been read 4007 times!

Check Also

পেঁয়াজের দরপতনে চাষিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আব্দুল কাইউম (পাবনা) : পেঁয়াজ এর ব্যপক দরপতন, বিদেশি পেঁয়াজ আমদানি রোধ এবং হাটে পেঁয়াজ …