Monday , April 21 2025

শেরপুর ভেটস ক্লাবের বিশ্ব ডিম দিবস ২০২২ উদযাপন

শেরপুর : শেরপুর ভেটস ক্লাবের বিশ্ব ডিম দিবস ২০২২ উদযাপনের অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) শেরপুর সদর উপজেলার পোড়া দোকানে অবস্থিত সাইফুল ইসলাম ভাসানী আলোকিত প্রতিবন্ধী বিদ্যালয়ের এবং নন্দীর বাজারের আদ্ দ্বীন মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।

সর্বস্তরের ভেটেরিনারিয়ান ও ভেটেরিনারিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সকলের প্রিয় একমাত্র সংগঠন শেরপুর ভেটস ক্লাব। ক্লাবটির জন্মলগ্ন থেকেই একেবারে নবীন শিক্ষার্থীদের থেকে শুরু করে সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অবসরপ্রাপ্ত ভেটেরিনারিয়ানের সাথে পারস্পরিক তথ্য আদান প্রদান এবং এ সংক্রান্ত বিষয়ে নলেজ শেয়ারিং এর মাধ্যমে অর্জিত জ্ঞান দ্বারা প্রাণিসম্পদ উন্নয়নে এবং নিজেদেরকে মাঠ পর্যায়ে প্রতিষ্ঠিত করতে বিশেষ ভূমিকা রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

This post has already been read 3516 times!

Check Also

প্রান্তিক খামারিদের ঝরে পড়া রোধে বিপিআইসিসি’র ৬ প্রস্তাব

এগ্রিনিউজ২৪.কম: চলতি মাসে ডিমের দাম অস্বাভাবিক কমে যাওয়ায় অনেক খামারি মুরগি বিক্রি করে দিচ্ছেন। প্রতিবছর ৩ …