ফকির শহিদুল ইসলাম (খুলনা): খুলনার পাইকগাছায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ (এসসিএমএফপি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন বিশ্ব ব্যাংক প্রতিনিধি দল। শুক্রবার (২১ অক্টোবর) সকালে উপজেলা সদরের মৎস্য আড়ৎদারী মার্কেটের মৎস্য ক্রয়-বিক্রয়, বাজার জাতকরণ প্রক্রিয়া, চিংড়ি বিপনন কার্যক্রম ও বরফ প্রসেসিং কার্যক্রম এবং প্রকল্পের আওতায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রে কাঁকড়া, ভাঙন ও ভেটকি গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
এরপর দেবদুয়ার মৎস্যজীবী গ্রাম সমিতির কার্যক্রম ও সবশেষে উপজেলার প্রতাপকাটীর দুইটি ক্লাস্টার পরিদর্শন করেন।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন অস্ট্রেলিয়ার মার্টিন, মায়ানমারের লি উইং, কোরিয়ার অনঞ্জু, মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক তোফাজ উদ্দিন আহমেদ, খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মনীষ কুমার মন্ডল, সরোজ কুমার মিস্ত্রী, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুবক্কর সিদ্দিক, সহকারী মৎস্য অফিসার এস এম শহিদুল্লাহ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা অসিত কুমার সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৎস্য আড়ৎদারী সমবায় সমিতির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিঠু সহ এসডিএফ ও সলিডারিড্যাড-এর কর্মকর্তাগণ।