নাহিদ বিন রফিক (বরিশাল): বরিশালে ড্যামের ত্রৈমাসিক সভা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) নগরীর গোড়া চাঁদ রোডের ড্যামের হলরুমে কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আ. গাফ্ফার খান।
কৃষি বিপণন অধিদপ্তরের (ড্যাম) উপপরিচালক এস. এম. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা আ. মান্নান হাওলাদার, বরগুনার জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোস্তফা সোহেল, বরগুনার জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুস ছালাম প্রমুখ।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, যেকোনো কাজের গুণগতমান বাড়াতে চাই দক্ষতা উন্নয়ন। আর এ জন্য কর্মকর্তা-কর্মচারিদের প্রশিক্ষণের পাশাপাশি দরকার দায়িত্ববোধ এবং আন্তরিকতা বাড়ানো। এর মাধ্যমে সেবাগ্রহণে পরিপূর্ণতা আসে। সেসাথে সেবা প্রদানকারীও পান আত্মতৃপ্তি।
প্রশিক্ষণে বরিশাল বিভাগের কৃষি বিপণন অধিদপ্তরের আওতাধীন ৬ জেলার বিভিন্ন পর্যায়ের ১০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।