শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের বিভাগীয় মাসিক সভায় বক্তব্য রাখছেন অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: মোশাররফ হোসেন খান।

শহীদ আহমেদ খান (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের বিভাগীয় মাসিক সভা রবিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় মৌলভীবাজারের আকবরপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ কাজী মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো: মোশাররফ হোসেন খান।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, অঞ্চলের সকল জেলায় বোরো ধানের চারা রোপণ, তৈল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থাপনা, রাসায়নিক সারের সুষম ব্যাবহার, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ১ ইঞ্চি জমি ও যেন পতিত না থাকে সে বিষয়ে আলোচনা অর্থাৎ পতিত জমি চাষের আওতায় আনয়নে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন।

সভা শেষে সভাপতি সহ উপস্থিত সকলকে সাথে নিয়ে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজারের বিভিন্ন গবেষণা কার্যক্রম ঘুরে দেখেন।

সভায় উপস্থিত ছিলেন -সিলেট অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, সাইট্রাস গবেষণা কেন্দ্র, জৈন্তাপুর, সিলেট এর পিএসওড.লুতফুর রহমান, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, আকবরপুর, মৌলভীবাজার এর সিএসও ড.হায়দার আলী, বীজ বিপনন, বিএডিসি, সিলেট এর উপ পরিচালক সুপ্রিয় পাল, এসআরডিআই, বিভাগীয় কার্যালয়, দক্ষিণ সুরমা, সিলেট এর সিএসও ড. মনফিক আহমদ চৌধুরী।

সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল জেলার উপপরিচালকগণ, মনিটরিং অফিসার, ধান,গম ও পাট বীজ উৎপাদন প্রকল্প, এবং মনিটরিং অফিসার, তৈল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

This post has already been read 2094 times!

Check Also

মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাবনা সংবাদদাতা: পাবনা’র ভাঙ্গুড়া উপজেলায় মৃত্তিকা সম্পদের যৌক্তিক ও লাভজনক ব্যবহার, মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি …