Thursday , April 10 2025

টাঙ্গাইলে ফিলিপাইনের এমডি-২ জাতের আনারসের চারা বিতরণ

টাঙ্গাইল সংবাদদাতা: সুপার সুইট হিসেবে পরিচিত বিখ্যাত এমডি-২ জাতের আনারসের ৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৪০ হাজার চারা বিনামূল্যে কৃষকের মাঝে বিতরণ শুরু হয়েছে। আনারসের রাজধানীখ্যাত টাঙ্গাইলের মধুপুরে বুধবার (১০ মে) সকালে এ বিতরণ কার্যক্রম শুরু হয়।

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া মধুপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের হাতে চারা তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম পাটোয়ারী, কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মুনসুর আলম খান, উপসচিব রাজীব সিদ্দীকি, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান, উপজেলা নির্বাহী অফিসার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বছর দেশে ৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ ৪০ হাজার চারা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে টাঙ্গাইল, রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার ২৪০জন কৃষক ২ হাজার ২৫০টি করে চারা পাচ্ছেন। ফিলিপাইন থেকে আমদানি করে গতবছর প্রথম দেশে এ জাতের চারা কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছিল।

এমডি-২ জাতের আনারস রপ্তানিযোগ্য। আন্তর্জাতিক বাজারে এটির অনেক সুনাম আছে। বিশেষ করে ইউরোপ-আমেরিকায় বেশ জনপ্রিয়। এ জাতের আনারস দেশিয় আনারসের তুলনায় অনেক বেশি মিষ্টি। এই আনারস দ্রুত পচে না। এছাড়া দেশিয় আনারসের চোখগুলো থাকে ভেতরের দিকে। আর এ জাতের আনারসের চোখগুলো থাকে বাইরের দিকে। ফলে পুষ্টিগুণসম্পন্ন অংশের অপচয় কম হয়।

This post has already been read 3950 times!

Check Also

সিলেটে অনাবাদি জমিতে পুষ্টি বাগান স্থাপন প্রকল্প নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মো.জুলফিকার আলী (সিলেট) : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চলের আয়োজনে এবং ২০২৪-২৫ অর্থবছরের “অনাবাদি পতিত …