Tuesday , April 15 2025

পটুয়াখালীতে উঁচু বেড পদ্ধতিতে সবজি উৎপাদন বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত

নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীতে  উঁচু বেড পদ্ধতিতে সবজি উৎপাদনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা  বিষয়ক মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১৫ জুলাই) কলাপাড়ার সোনাতলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) মহাপরিচালক ড. দেবাশীষ সরকার।

বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিমল চন্দ্র কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএআরআইর পরিকল্পনা ও মূল্যায়ন উইংয়ের পরিচালক ড. দিলোয়ার আহমদ চৌধুরী, মাদারীপুরের আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন, পটুয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপপরিচালক মো. নজরুল ইসলাম, সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান এবং এসএসিপি প্রকল্পের কম্পোনেন্ট কো-অর্ডিনেটর পরিমল চন্দ্র সরকার।

মাঠদিবসে প্রধান অতিথি বলেন, এখানকার ঊঁচু বেডে উৎপাদিত সবজির ফলন দেখে মুগ্ধ হলাম। উপকূলীয় এসব এলাকায় প্রতিবন্ধকতার মধ্যেও এত ভালো ফসল হয়, যা চোখে না দেখে বিশ^াস হবার নয়। এ ধরনের সফলতায় অন্যরাও উৎসাহ পাবেন। এ ধারা আমাদের অব্যাহত রাখতে হবে। তবেই দেশের খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় রাখবে বিরাট ভূমিকা।  পরে প্রধান অতিথি কৃষকের মাঝে বিনামূল্যে ফলের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে ডিএইর জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ইদ্রিস আলী হাওলাদার, কলাপাড়ার উপজেলা কৃষি অফিসার এআরএম সাইফুল্লাহ, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিকসহ তিন শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

This post has already been read 3229 times!

Check Also

পেঁয়াজের দরপতনে চাষিদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

আব্দুল কাইউম (পাবনা) : পেঁয়াজ এর ব্যপক দরপতন, বিদেশি পেঁয়াজ আমদানি রোধ এবং হাটে পেঁয়াজ …